Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

পর্যটন মানচিত্রে নতুন করে সেজে উঠবে টাকি

 ‌

Taki-will-be-ready

সমকালীন প্রতিবেদন : ‌উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পুরসভা এলাকার ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকাকে ঘিরে পর্যটনের এক নতুন দিগন্ত খুলতে চলেছে। রাজ্য সরকার এব্যাপারে যথেষ্ট উদ্যোগী। আর তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকা পরিদর্শন করলেন রাজ্য পর্যটন দপ্তরের আধিকারিকেরা।

২০২২ সালের ৩০ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সুন্দরবন সফরে এসে পর্যটন কেন্দ্র হিসেবে সুন্দরবনেরকে আরও বেশি আকর্ষনীয় করে তুলতে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। আর তারই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

জানা গেছে, পর্যটনের নতুন ডেস্টিনেশন ডিপ ফরেস্ট, হরিনালয়, ট্রি হাউস, ওয়াটার স্পোটস, সরকারি রিসর্ট ইত্যাদি তৈরি করা হবে। খাস জমি দেখার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই পর্যটন মানচিত্রে জায়গা করে নেওয়া এই অঞ্চলকে আরও আধুনিক সাজে সজ্জিত করা হবে।

রাজ্য পর্যটন দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তী, জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায়, টাকি পুরসভার প্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ এক প্রতিনিধিদল টাকি পুরসভার মিনি সুন্দরবন, ইছামতি নদীর ঘাট, প্রাচীন রাজবাড়ী ইত্যাদি জায়গাগুলি ঘুড়ে দেখেন।







 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন