উচ্চ মাধ্যমিকের রেজাল্টের স্কুটিনি করে এক ছাত্রীর ১১ নম্বর বাড়ল। যার ফলে নদিয়া জেলার মেধাতালিকায় ঢুকে পড়লেন ওই ছাত্রী। মেধাতালিকায় জায়গা করে নেওয়া ওই পড়ুয়ার নাম স্নেহা মাইতি। জানা গেছে, দর্শন, ভুগোল, অর্থনীতিতে নম্বরে বেড়েছে স্নেহার।
নতুন ফলাফলের ভিত্তিতে ওই ছাত্রী জেলার মধ্যে ষষ্ঠ হয়েছেন। ওঁর স্কুল, পরিবার এবং প্রতিবেশীরা এই ফলাফলে অত্যন্ত খুশি। মেয়ের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন। বড় হয়ে অভিনেত্রী হতে চান স্নেহা। স্নেহা মাইতি হোলি ফ্যামিলি গার্লস হাইস্কুলের ছাত্রী।
স্নেহা প্রথমে ৪৭১ নম্বর পেয়েছিলেন। যার মধ্যে ভূগোলে ৯৬, দর্শনে ৯৪ এবং অর্থনীতিতে ৮৮ নম্বর ছিল। কিন্তু সেই নম্বর নিয়ে সন্তুষ্ট ছিলেন না স্নেহা। যে কারণে ফের রিভিউ করতে দেন তিনি। আর তাতেই ১১ নম্বর বেড়ে যায় তাঁর।
স্নেহার নম্বর বেড়ে হয়েছে ৪৮২। ভুগোলে পেয়েছেন ৯৭, দর্শনে ৯৮ এবং অর্থনীতিতে ৯৪ নম্বর পেয়েছেন। এ ব্যাপারে স্নেহা বলেন, 'নম্বর নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। কারণ, আমি আরও বেশি নম্বর আশা করেছিলাম। তাই খাতা রিভিউ করাতে দিই। তাতে আমার ১১ নম্বর বেড়ে ৪৮২ হয়েছে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন