Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৪ মে, ২০২৩

বনগাঁয় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্বামী

 

Attempt-to-burn-his-wife

সমকালীন প্রতিবেদন : ‌‌স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। বনগাঁ থানা এলাকার ঘটনা। ধৃত স্বামীর নাম বিশ্বজিৎ সরকার। তার বাড়ি বনগাঁ থানার মিলনপল্লী পার্কিং এলাকায়। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে স্বপন বিশ্বাস নামে এক ব্যক্তি বনগাঁ থানায় লিখিত অভিযোগ করে জানান যে, বাপের বাড়ি থেকে টাকাপয়সা আনার জন্য তাঁর মেয়েকে চাপ দিত মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা। এই নিয়ে মাঝেমধ্যেই অশান্তি লাগতো। মারধোর করা হতো তাঁর মেয়েকে।

স্বপন বিশ্বাসের আরও অভিযোগ, 'বৃহস্পতিবার রাতে জামাই বিশ্বজিৎ মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে মেয়েকে মারধর করে। পরে মেয়ের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মেয়ে কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে নিজেই একটি টোটো ধরে বনগাঁ হাসপাতালে ভর্তি হয়।'‌

এই অভিযোগের ভিত্তিতে এদিন রাতেই মিলনপল্লী এলাকা থেকে অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাকে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে বনগাঁ আদালতের সরকারি আইনজীবী বাসুদেব দত্ত জানিয়েছেন।






 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন