Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

উৎসবের আমেজে জমজমাট শহর

 

Festive-mood

সমকালীন প্রতিবেদন : নতুন বছরকে স্বাগত জানাতে শহর জুড়ে শুরু হয়েছে উৎসব। সেখানে নানা পদের খাবারের স্টলের পাশাপাশি হাজির নানা খাবারের স্টলও। মহিলাদের উদ্যোগে উত্তর ২৪ পরগনার হাবড়া শহরে শুরু হয়েছে এই অভিনব মেলা।

একটি অনলাইন সংস্থার উদ্যোগে হাবরার ইউনাইটেড ক্লাবের মাঠে শুরু হয়েছে এই উৎসব। সঙ্গে প্রদর্শনী। এই মেলায় শীতের পোশাক থেকে শুরু করে সাজগোজের হালফিলের ফ্যাশন সামগ্রী– সবকিছুই হাজির। তারই সঙ্গে হাজির নানা পদের খাবার। 


এই মেলায় স্বনির্ভর মহিলাদের তৈরি নানান জিনিসপত্রও স্থান পেয়েছে। গোষ্ঠীর মহিলাদের তৈরি নানা সামগ্রীর বিক্রিও রয়েছে বেশ ভালো। নতুন বছর শুরু উপলক্ষে এই কেনাকাটা চলছে। স্টলগুলিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে।


মেলা প্রাঙ্গনে থাকা খাবারের স্টলগুলিতে পাওয়া যাচ্ছে নানার ধরনের পিঠেপুলি, তন্দুরি চিকেনের মতো নানা খাদ্য খাবার। 'হাউ মাউ খাও'‌ নামের এই উৎসবে ভোজন রসিকেরা এসে খাবারের স্বাদ নিচ্ছেন। মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন