Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৪ জুলাই, ২০২২

বনগাঁয় কুয়ো থেকে উদ্ধার কুকুর

 ‌

Rescue-dog

সমকালীন প্রতিবেদন : কুয়োর মধ্যে পরে যাওয়া একটি কুকুরকে উদ্ধার করলেন পুরসভার সাফাই বিভাগের কর্মীরা। বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। উদ্ধার কাজে উপস্থিত ছিলেন পুরপ্রধান নিজেও। পুরকর্মীদের প্রচেষ্টায় প্রাণে বাঁচলো অবলা প্রাণীটি।‌

জানা গেছে, বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত সুভাষপল্লী এলাকায় শিখা বিশ্বাস নামে একজনের বাড়ির শুকনো কুয়োর মধ্যে হঠাৎ করে পরে যায় একটি পথকুকুর। বাড়ির লোকেরা একটি কুকুরের চিৎকার শুনতে পারেন। কিন্তু কোথা থেকে এই চিৎকার ভেসে আসছে, তা টের পাননি বাড়ির লোকেরা। 

কুকুরের গলার আওয়াজ অনুসরণ করে এগোতেই বাড়ির লোকেরা দেখেন, প্রায় ২০ ফুট গভীর ওই কুয়োর মধ্যে পরে গেছে একটি কুকুর। কিভাবে কুকুরটিকে উদ্ধার করা যাবে, তা বুঝতে না পেরে শিখা বিশ্বাস নামে ওই বাড়ির এক সদস্যা বনগাঁ পুরসভায় গিয়ে বিষয়টি জানান।

খবর পেয়ে পুরসভার প্রধান গোপাল শেঠ কয়েকজন কাউন্সিলর এবং পুরসভার সাফাই বিভাগের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এরপর নানা কায়দায় সাফাই বিভাগের কর্মীরা দীর্ঘ সময়ের চেষ্টা কুকুরটিকে কুয়ো থেকে উদ্ধার করতে সক্ষম হন বলে পুরপ্রধান জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন