সৌদীপ ভট্টাচার্য : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার উত্তর ২৪ পরগনার বারাসত শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতৃত্বরা।
এদিন বারাসত জাগৃতি মাঠ থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত এই মিছিল হয়। বারাসত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি লিংকন মল্লিক এব্যাপারে জানান, কেন্দ্র সরকার যেভাবে দিনের পর দিন জ্বালানীর দাম বাড়িয়ে চলেছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
২১ ফেব্রুযারী শহিদ দিবসকে সামনে রেখে এদিনের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আগামী দিনে জ্বালানীর দাম না কমানো হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন