Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

স্কুল পড়ুয়াদের নিয়ে অভিনব সচেতনতামূলক কর্মসূচি

 ‌

Program-with-school-students

শম্পা গুপ্ত : বনমহোৎসবের অংশ হিসাবে স্কুল পড়ুয়াদের নিয়ে অভিনব সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল পুরুলিয়া জেলা বনদপ্তর। পুরুলিয়া জেলার সুরুলিয়াতে অবস্থিত মিনি জুতে মঙ্গলবার স্কুলের পড়ুয়াদের মধ্যে নার্সারি কৌশল, চারা তৈরি, বনের উপকারিতা, বনের আগুন, মানুষ পশুর সংঘাত ইত্যাদি বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনাধিকারিক ‌(‌মিনি জু)‌ উমা রানী, এডিএফও পুরবী মাহাতো সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিকেরা। এদিন সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পাত্রের মিশ্রণ তৈরি, পলি পট ভরাট করা, বীজ ছড়ানো ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। 


এদিন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। বনদপ্তর সূত্রে জানা গেছে, এই সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে গাছ লাগানো সম্পর্কে এবং কিভাবে মাটি তৈরি করতে হয়, কেমন জল দিতে হয় ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে স্কুল পড়ুয়াদের বিস্তারিত শেখানো হয়। এদিনের অনুষ্ঠানে প্রায় ৫০ জন পড়ুয়া অংশ নিয়েছিল। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন