Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

গরম পরতেই জলকষ্ট শুরু

The-water-crisis-started

শম্পা গুপ্ত : গরম পরতেই জলকষ্ট শুরু হয়েছে পুরুলিয়া জেলায়। খোদ পুরুলিয়া পুরসভা এলাকাতেই এই জলের সমস্যা দেখা দিয়েছে। প্রচণ্ড দাবদাহের মধ্যে প্রায় এক কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে পুরুলিয়া শহরের সুফলপল্লী এলাকার বাসিন্দাদের। 

এলাকার বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের সমস্যার কথা বার বার এলাকার কাউন্সিলর, পুরপ্রধান– সবাইকে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এব্যাপারে কোনও সুরাহা মেলেনি। পানীয় জলের কল থাকলেও সেখান থেকে জল পাওয়া যায় নি। এই পরিস্থিতি গত ৫ বছর ধরে। এমনই অভিযোগ পুরুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুফলপল্লী এলাকার বাসিন্দাদের। 

এই অবস্থায় দূরদূরান্ত থেকে তাঁদেরকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। এই তীব্র গরমে দূর থেকে জল আনতে যথেষ্ট কষ্ট পেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। জলের সমস্যা মেটানোর দাবিতে এলাকার বাসিন্দারা পুরুলিয়া–বরাকর জাতীয় সড়ক অবরোধ পর্যন্ত করেছিলেন। তাতেও কাজ হয়নি। ওই এলাকায় কেন জলের সমস্যা হচ্ছে, তা পুরসভার ইঞ্জিনিয়ারদের দিয়ে দেখিয়ে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন পুরুলিয়া পুরসভার প্রধান নবেন্দু মাহালি। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন