শম্পা গুপ্ত : ১০০ দিনের কাজের বকেয়া টাকার জন্য এবার রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি। ২০ জুন থেকে পুরুলিয়া জেলা শাসকের দপ্তরের সামনে এই বিষয় নিয়ে অবস্থান বিক্ষোভ করা হবে। সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অনুরাধা তলোয়ার।
তিনি জানান, গত বছরের ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না শ্রমিকেরা। প্রাপ্য টাকা না পেলে কার্যত অনাহারে মৃত্যু হতে পারে বহু শ্রমিকের। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য এই খাতে কোন টাকাই বরাদ্দ করেনি। গোটা পরিস্থিতির কথা তাঁরা রাজ্যপাল এবং রাজ্য প্রশাসনের কাছে জানাবেন।
পুরুলিয়া জেলায় বিজেপির ১ জন সাংসদ, ৫ জন বিধায়ক রয়েছেন। এব্যাপারে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনুরাধা তলোয়ার। তিনি জানান, কাজের টাকা না পেয়ে অনাহারের পাশাপাশি চিকিৎসাও করাতে পারছেন না তাঁরা। জেলার শ্রমিকেরা অন্য কাজের সন্ধানে এখন বাধ্য হয়ে ভিন জেলায় চলে যাচ্ছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন