Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩ জুন, ২০২২

দারিদ্রতার মধ্যে মাধ্যমিকে সফল বারাসতের বিপাশা

 ‌

Bipasha of Barasat succeeded in Madhyami

সৌদীপ ভট্টাচার্য : বাবা বিএসএনএলের ঠিকা কর্মী। ‌কোনও মাসে কাজ হয় তো, কোনও মাসে আবার তাও জোটে না। ফলে নুন আনতে পান্তা ফুরানো অবস্থা উত্তর ২৪ পরগনার বারাসতের বনমালীপুরের ছাত্রী বিপাশা বসু।

করোনার পরিস্থিতিতে গত দু বছরে লকডাউনের কারণে বিপাশাদের পারিবারিক আর্থিক অবস্থা আরও করুণ হয়েছে। এই একটি পরিবেশের মধ্যে নিজের পড়াশোনা চালিয়ে গেছে সে। আর তারই ফল মিললো। বারাসত গার্লস হাইস্কুলের ছাত্রী বিপাশা এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৫১ নম্বর পেয়েছে। 

সাতটি বিষয়ে লেটার নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করা বিপাশা  আগামী দিনে বিসিএস অফিসার হতে চায়। দিতে চায় ইউপিএসসি পরীক্ষাও। সংসারের আর্থিক দুরাবস্থার মধ্যেও মেয়ের এই সাফল্যে আশার আলো দেখছেন বাবা শিবু বসু। বিপাশা একাদশ শ্রেণিতে তার পুরনো স্কুলেই ভর্তি হতে চায়। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন