Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৪ জুন, ২০২২

বাগদার বাপী শেখকে জাতীয় অ্যাথলেটিকসে যাওয়ার জন্য সহযোগিতা

 

Assistance-to-Bapi-Sheikh

সমকালীন প্রতিবেদন : রাজ‌্য ক্রীড়া প্রতিযোগিতায় সাফ্যল্যের হাত ধরে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন উত্তর ২৪ পরগনার বাগদার বাপী শেখ। তাঁকে সহযোগিতা করতে এগিয়ে এলেন একাধিক ব্যক্তি এবং সংস্থা। আগামী ৭ জুন জাতীয় স্তরের এই প্রতিযোগিতা শুরু হচ্ছে।  

দিন কয়েক আগে ৭০ তম রাজ্য অ্যাথলেটিকসে ১০০ এবং ২০০ মিটার দৌড়ে সোনা জয় করেন বাগদার বাপী শেখ। তারই সুবাদে তিনি জাতীয় মিটে অংশ নিতে চলেছেন। তার আগে তাঁকে এবং সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমির সমস্ত ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে সহযোগিতার হাত বাড়ালেন একাধিক ব্যক্তি এবং সংস্থা। 

এব্যাপারে সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমির প্রশিক্ষক গৌরচন্দ্র রায় জানালেন, এই সহযোগিতা বাপীকে আরও উৎসাহ জোগাবে। বাপীর মতো সিন্দ্রানী অ্যাথলেটিক অ্যাকাডেমীর অনেক ছাত্রছাত্রীই আগামীদিনে সাফল্য পাবে বলে আশা করলেন সাহায্যকারী দিশিক ভট্টাচার্য। 

উল্লেখ্য, এর আগে জেলা এবং রাজ্যস্তরে সিন্দ্রানী অ্যাথলেটিক অ্যাকাডেমীর অনেক ছাত্রছাত্রীই সাফল্যের নজির রেখেছেন। বাপীর হাত ধরে জাতীয় স্তরের সাফল্য আসবে, এই আশায় তাকিয়ে রয়েছেন সবাই।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন