Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

ভোট প্রচারে গিয়ে ভোটারদের মুরগির মাংস বিলির অভিযোগ

Allegations-of-distributing-chicken-meat-to-voters

শম্পা গুপ্ত : ‌ভোটপ্রচারে বেরিয়ে ভোটারদের মধ্যে মুরগির মাংস বিলি করার অভিযোগ উঠল এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় বির্বাচন বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। বিষয়টি তারা নির্বাচন কমিশনকে জানাবে বলে জানিয়েছে। রবিবার পুরুলিয়া জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


জানা গেছে, ‌রবিবার ছুটির দিনে প্রচারে বের হন পুরুলিয়া পুরসভার বিজেপি বিধায়ক তথা ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জী। তৃণমূলের অভিযোগ, ওই এয়ার্ডের অর্ন্তগত খেজুরিয়াডাঙা এলাকায় ভোট প্রচারের সময় ভোটারদেরকে মুরগির মাংস বিলি করে প্রভাবিত করেন তিনি। এতে নির্বাচন বিধি ভঙ্গ হচ্ছে বলে দাবি তৃণমূলের।


যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বিধায়ক প্রার্থী সুদীপ মুখার্জি। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে তৃণমূল। তবে সুদীপবাবুর কাছ থেকে মুরগির মাংস পাওয়ার কথা স্বীকার করে নেন কয়েক জন ভোটার। ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নবেন্দু মাহালি অভিযোগ করেন, এদিন ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জী ওই ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি যে মুরগির মাংস পৌঁছে দিয়েছেন, তার প্রমান মিলেছে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন