Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌১১ নভেম্বর, ২০২১

ফর্ম বিলি

শনিবার দুপুর হাবরা পুরসভা থেকে হাবরা এলাকার মানুষদের জন্য গঙ্গার পরিশ্রুত পানীয় জলের সংযোগ পাবার জন্য ফর্ম বিতরন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেন, '‌বিজেপি হলো ভাড়ের দল। ওরা হিংসাত্মক রাজনীতি করে। ওরা মিথ্যাবাদী। সেইজন্য ওদেরকে কেউ বিশ্বাস করে না। আসন্ন কলকাতা কর্পোরেশন নির্বাচনে বিজেপি জিরো হয়ে যাবে। পাশাপাশি এই মুহুর্তে যদি হাবরা পুরসভায় নির্বাচন হয়, তাহলে এখানেও বিজেপি জিরো হয়ে যাবে। বিধানসভা ভোটের আগে আমাকে হারানোর জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রের সব মন্ত্রী ও এই রাজ্যের বড় বড় বিজেপি নেতাদের এখানে নিয়ে এসেছিলেন রাহুল সিনহা। তাও জিততে পারেনি।'  




জেলা সম্মেলন

'পুরভোটে কংগ্রেসের সঙ্গে বনিবনা না হওয়ায় একলা চলো নীতি নিয়েছে বামফ্রন্ট।' পুরুলিয়ায় দলীয় কর্মী সম্মেলনে যোগদান করে এই অভিযোগ করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, 'গণতন্ত্রে বিশ্বাস নেই তৃণমূলের। সেই কারণেই তিন বছর ধরে পুর ভোট করে নি তৃণমূল।'‌ আজ পুরুলিয়ায় দুদিনের জেলা সম্মেলনের সূচনা হয় স্থানীয় রবীন্দ্র ভবনে। সেই অনুষ্ঠানে অংশ নেন বিমান বসু। সম্মেলন শুরুতে দলীয় পতাকা উত্তোলন এবং অস্থায়ী শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তারপর সম্মেলনে যোগ দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন যে, তিনি ভোট প্রচারে বাধা পাচ্ছেন। কংগ্রেসের ইস্তাহারে কোনও আগ্রহ প্রকাশ করেন নি প্রবীণ এই সিপিএমের পলিটব্যুরো সদস্য বিমান বসু।  

 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন