Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

দিনের টুকিটাকি :‌ ৪ ডিসেম্বর, ২০২১

মা ও শিশু

অপুষ্টিতে ভুগতে থাকা পুরুলিয়ার পাড়া ব্লকের পুষ্টিকেন্দ্রে শিশু ও তাদের মায়েদের সঙ্গে দেখা করে শিশুদের পুষ্টি সম্পর্কিত বিবিধ বিষয় নিয়ে মায়েদের সচেতন করলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। শনিবার উত্থান কর্মসূচির মাধ্যমে পাড়া ব্লকের এনআরসিতে একটি মডেল পুষ্টিবাগান তৈরির নির্দেশও দেন জেলা শাসক। পাশাপাশি, মায়েরা যাতে  বাড়িতেই পুষ্টিগুণ সমৃদ্ধ নিউট্রিমেক্স তৈরি করতে পারেন, সেই বিষয়ে মায়েদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও দেন জেলা শাসক। এদিন, গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের মায়েদের ১০ টি করে হাঁসের বাচ্চা, পেঁপে, লেবু, পেয়ারার চারা দেওয়া হয়। পাড়া ব্লকের ভালকুড়ি গ্রামে গিয়ে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জেলা শাসকের সামনে ওজন করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এছাড়াও ওই শিশুদের মায়েদের হাতে ১০ টি করে হাঁস এর বাচ্চা তুলে দেন জেলাশাসক। পরবর্তিতে হাঁসগুলি যে ডিম দেবে, সেগুলি যাতে মায়েরা অপুষ্টিতে ভোগা শিশুদের খাওয়ান সে বিষয়ে সকলকে সচেতন করলেন জেলাশাসক। 



স্ত্রীকে খুন

মর্মান্তিকভাবে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো উত্তর ২৪ পরগনার ইছাপুরে। অভিযুক্ত স্বামী শম্ভু মন্ডলকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। অভিযোগ, ইছাপুর মায়াপল্লী এলাকার বাসিন্দা ওই গৃহবধূ শুক্রবার রাতে তাঁর স্বামীকে মদের টাকা দিতে পারেন নি। সেই কারণে সন্তানের সামনেই মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে তাঁর স্বামী শম্ভু মন্ডল। ওই গৃহবধূর বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে শম্ভু মন্ডলকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ। স্ত্রীকে মর্মান্তিকভাবে মেরে ফেলার ঘটনায় শম্ভু মন্ডলের উপযুক্ত শাস্তির দাবি করেন ইছাপুর মায়াপল্লী এলাকার বাসিন্দারাও।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন