Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 7 November 2021

বনগাঁ সীমান্তে পন্যবোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

Truck-fire-at-the-border

সমকালীন প্রতিবেদন : সীমান্তে পন্যবোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্তের নরহরিপুরে  পার্কিংয়ের ৩  নম্বর জোনে কয়েকটি তুলো বোঝাই ট্রলারে এই আগুন লাগে। দমকলের ৬ টি ইঞ্জিন ৫ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


জানা গেছে,  বনগাঁর নরহরিপুরে  ৩ নম্বর পার্কিং জোনে শনিবার রাতে তুলোর গাড়িতে আগুন লাগার ঘটনা প্রথম লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তারাই দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছাতে পৌঁছাতে ১০ টির বেশি গাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। সেখানে তুলো বোঝাই ট্রলার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে।  


দমকলের ৬ টি ইঞ্জিন প্রায় ৫ ঘণ্টার ‌প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ সময় ধরে তুলোর মধ্যে মাঝে মাঝে আগুনের ফুলকি লক্ষ্য করা যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। কিভাবে এই আগুন লাগলো, প্রশাসন তা খতিয়ে দেখছে। এর পেছনে কোনও অর্ন্তঘাত কাজ করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
No comments:

Post a Comment