Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

‌বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ ব্যাংক অফিসারদের

Protests-against-privatization

সৌদীপ ভট্টাচার্য : রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্যরা। এদিন বিভিন্ন ব্যাংক থেকে আসা  আধিকারিকরা বারাসতের কলোনি মোড়ে ব্যাংক অফ ইন্ডিয়ার নীচে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। পাশাপাশি, ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে তাঁরা কলোনি মোড়ের পার্শ্ববর্তী এলাকা‌য় পথ চলতি প্রায় একহাজার মানুষের সইও সংগ্রহ করেন। 


এদিন সংগঠনের ট্রেজারার অভিজিৎ মন্ডল জানান, রাজ্যের বিভিন্ন জেলায় তাঁরা এই ধরণের বিক্ষোভ কর্মসূচি নিচ্ছেন। এর আগে মধ্যমগ্রাম, বসিরহাট, শ্রীরামপুরে, বারুইপুরেও তাঁরা এই ধরনের বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের সই সংগ্রহ করেছেন। 


তিনি আরও জানান, এই বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার যদি ব্যাংক বেসরকারিকরণের পথ থেকে সরে না আসে, তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবে তাঁদের সংগঠন। এদিন ব্যাংক অফিসারদের এই বিক্ষোভ কর্মসূচিকে নৈতিক সমর্থন জানান কলোনি মোড় সংলগ্ন এলাকার পথ চলতি মানুষ থেকে শুরু করে সকলেই।  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন