Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

‌করোনায় মৃতদের পরিবারের হাতে ‌সরকারি অনুদান প্রদান

সৌদীপ ভট্টাচার্য : রাজ্য সরকারের পক্ষ থেকে করোনায় মৃতদের পরিবারের হাতে ‌সরকারি আর্থিক অনুদান তুলে দেওয়ার কাজ শুরু হলো বৃহস্পতিবার থেকে। এদিন জেলাশাসকের দপ্তরে জেলাশাসক নিজেই কয়েকটি পরিবারের হাতে এই আর্থিক সাহায্য তুলে দেন। 


জেলা শাসক সুমিত গুপ্তা জানান, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে যে সমস্ত ব্যক্তি করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, তাঁদের পরিবারের হাতে এককালীন ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেইমতো এদিন বারাসতে জেলাশাসকের দপ্তরে জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে করোনায় মৃত ৫ টি পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 


পরবর্তীতে এক্ষেত্রে অনুদান পাওয়ার জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বিডিও অফিস এবং পুরসভার ক্ষেত্রে মহকুমা শাসকের দপ্তরে তথ্য প্রমান সহ আবেদনপত্র জমা দেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি জেলাশাসক জানান, এই বিষয়ে আবেদনের ফর্ম পাওয়া যাচ্ছে জেলার ওয়েবসাইট থেকে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন