Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

‌দিনের টুকিটাকি : ‌১৭ নভেম্বর, ২০২১

নতুন বিষয়

উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরে পি আর ঠাকুর সরকারি মহাবিদ্যালয়ে আরও নতুন ৫ টি বিষয়ে অনার্সের পঠনপাঠন শুরু হল। বিষয়গুলি হল– মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, জুলজি এবং কেমিষ্ট্রি। এই ৫ টি বিষয়ের মধ্যে মাইক্রোবায়োলজি, জুলজি এবং কেমিষ্ট্রিতে আসন সংখ্যা ১৯ টি করে। আর ফিজিওলজি এবং জিওগ্রাফিতে আসন সংখ্যা ১৫ টি করে। এই নিয়ে এই সরকারি মহাবিদ্যালয়ে মোট ১৫ টি বিষয়ে অনার্স পড়ার সুযোগ তৈরি হল। নতুন বিষয়গুলির জন্য ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের কাজ শেষ হয়েছে। এই শিক্ষাবর্ষ থেকেই নতুন বিষয়গুলিতে পঠনপাঠন শুরু হবে। উল্লেখ্য, ২০১৩ সালের ৩ আগস্ট এই সরকারি মহাবিদ্যালয় পথ চলা শুরু করে। দুবছর পরে মহাবিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরি হওয়ায় সেখানেই এখন পঠনপাঠন চলছে।



লাইফ সার্টিফিকেট

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের হাবড়া ইউনিটের উদ্যোগে পেনশনারদের লাইফ সার্টিফিকেট একত্রিত করে জমা দেওয়ার ব্যবস্থা করা হল। সংগঠনের হাবড়া ইউনিটের সম্পাদক প্রদীপ ঘোষ জানান, বিজয়া সম্মিলনী উপলক্ষে একদিকে যেমন সবার সঙ্গে দেখা হবে পাশাপাশি সংগঠনের ২০৮ জন সদস্যের লাইফ সার্টিফিকেট এক জায়গায় জমা করার ব্যবস্থা করা হয়েছে। সার্টিফিকেটগুলি অ্যাটাস্টেড করারও ব্যবস্থা করা হয়। করোনা বিধি মেনে হাবড়া গার্লস হাইস্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন