Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, 4 November 2021

‌দিনের টুকিটাকি : ‌৪ নভেম্বর, ২০২১

সম্প্রীতির পুজো

ধর্ম যার যাই হোক না কেন, কখনোই নিজের ধর্মের স্বার্থে অন্য ধর্মকে আঘাত করা কাম্য নয়। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার কুমড়া বাজার তেতুলতলা এলাকায় ধরা পড়ল সম্প্রীতির এক ভিন্ন চিত্র। যেখানে হিন্দু-মুসলিমের দুই সম্প্রদায়ের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে কালীপুজো। তেঁতুলতলায় কালীপুজো দীর্ঘদিন ধরে হচ্ছে। কিন্তু এবছর করোনা আবহের কথা মাথায় রেখে বেশকিছু নিষেধাজ্ঞা রয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বারংবার বার্তা দিচ্ছেন একসঙ্গে বিপুল সংখ্যক লোক মন্দিরে প্রবেশ করতে পারবেন না। পুজোমণ্ডপে প্রবেশ করতে গেলে মাক্স বাধ্যতামূলক। সঙ্গে থাকতে হবে স্যানিটাইজার। এবছর এই হিন্দু-মুসলিম সমন্বয়ের পুজো ৪২ তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর ভার্চুয়াল  উদ্বোধন করেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। 


অমিয় সায়র

অমাবস্যা তিথিতে অমিয় সায়রের প্রতিষ্ঠা হল বীরভূমের লাভপুর কালিকাপুরের গুরুকুলে। বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে এখানেই কৃষি ও কৃষ্টি সংস্কৃতির প্রসারের পাশাপাশি নাট্যচর্চার মিলন ক্ষেত্র হিসাবে এই গুরুকুলের প্রতিষ্ঠা। বৃহস্পতিবার প্রতাপ তেওয়ারির পৌরহিত্যে অমাবস্যা তিথিতে এক বিঘা পরিমাণ জমির  পুকুরকে ঘিরে তৈরি হবে ফল ও ফুলের বাগান। থাকবে ঔষধী গাছও। জানালেন বীরভূম সংস্কৃতি বাহিনীর  অন্যতম প্রধান উজ্জল মুখোপাধ্যায়।


No comments:

Post a Comment