Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

‌‌MISSING : হাবড়ায় তৃণমূল নেতা, মন্ত্রীদের নামে সোস্যাল মিডিয়ায় নিখোঁজের পোষ্টার

Missing-poster-on-social-media

সমকালীন প্রতিবেদন : তৃণমূল বিধায়ক, পুর প্রশাসক, কাউন্সিলরের নামে নিখোঁজের পোষ্টার ছড়িয়ে পরল সোশ্যাল মিডিয়ায়। সেই পোষ্টারে নেতাদের ছবি সহ লেখা আছে 'সন্ধান চাই'‌। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল ‌হয়েছে। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় এই পোষ্টার ছড়ানোর ঘটনাকে সমর্থন করেছে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব।


এই পোষ্টারে যাদের সন্ধান চাওয়ার কথা বলা হয়েছে তারা হলেন, হাবড়ার (HABRA) বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, হাবরা পুরসভার প্রশাসক নারায়ণ সাহা এবং হাবরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নন্দা চক্রবর্তী। এঁদের সন্ধান চাওয়ার কথা উল্লেখ করে ব্যাঙ্গাত্মক অর্থে এই পোষ্টার সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত পুরসভার ৪ নম্বর বিজেপির একটি গ্রুপে এই পোষ্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। কারা এই পোষ্টার ছড়িয়েছে, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। 


এই বিষয়ে হাবরা পুরসভার প্রশাসক নারায়ণ সাহা ‌বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, '‌যে বা যারা এই ধরনের পোষ্ট সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। তাঁরা আমাদের প্রচার করছেন। যেহেতু হাবরায় বিজেপির কোন অস্তিত্ব নেই, সেই কারণে তাঁদের কোনও কাজও নেই। তাই এই সমস্ত কাজ করছে।' 


অন্যদিকে, এ ব্যাপারে হাবরার বিজেপি নেতা বিপ্লব হালদার পোষ্টার ছড়ানোর বিষয়টিকে সমর্থন করে বলেন, '‌যারা এই ধরনের পোষ্ট করেছেন, তাঁদের একটাই উদ্দেশ্য, হাবরা শহরের মানুষ যেভাবে জল যন্ত্রনায় ভুগছেন, তাঁদের দেখার জন্য কেউ নেই। সেই রাগে পড়েই এই ধরনের কাজ করেছেন তাঁরা।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন