Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

এএফসি কাপের জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগানের বিদায়

 

Defeat-of-India

দেবাশীষ গোস্বামী : ‌‌না পারলো না। এএফসি কাপের জোনাল সেমিফাইনালে ভারতের প্রতিনিধি এটিকে মোহনবাগান উজবেকিস্তানের এফসি নাসাফের কাছে ৬-০ গোলে হেরে বিদায় নিলো।

গতকাল রাতে উজবেকিস্তানের কোয়ারসির মাকারজি স্টেডিয়ামে জোনাল সেমিফাইনালে খেলাটি অনুষ্ঠিত হয়। সেখানে শক্তিশালী এফসি নাসাফ এটিকে মোহনবাগানকে ৬-০ গোলে হারিয়ে দেয়।


খেলার ৪ মিনিটের মাথায় প্রীতম কোটালের আত্মঘাতী গোলে এফসি নাসাফ এগিয়ে যায়। তারপর থেকে নিয়মিত ব্যবধানে এফসি নাসাফ গোল করতে থাকে। বিজয়ী দলের খুসায়িন হ্যাট্রিক করেন।

আজ এসি নাসাফ স্থানীয় দল হিসাবে দর্শকপূর্ণ মাঠে ভালো খেলে বিজয়ী হয়। এটিকে মোহনবাগান প্রথমার্ধে একদম দাঁড়াতেই পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খেলার মধ্যে ফিরে এসেছিল। 

এটিকে মোহনবাগান দলের খেলোয়াড়দের মধ্যে আজ বোঝাপড়ার অভাব দেখা গেছে।বিজয়ী দল আগামী ২০ অক্টোবর ইন্টার জোনাল ফাইনালে হংকংয়ের লি ম্যান ক্লাবের মুখোমুখি হবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন