Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

আজকের দিনটি : ৫ই আগস্ট ২০২১

Today-is-the-day

 আজকের দিনটি


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৬০৮ খ্রিস্টাব্দে স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে বিশেষ দৌত্য নিয়ে আসেন।

২) ১৭৭৫ খ্রিস্টাব্দে ওয়ারেন হোস্টিং এর তৎপরতায় এবং স্যার এলিজা ইম্পের বিচারের পরিণতিতে কলকাতায় মহারাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়। 

৩) ১৯৩২ খ্রিস্টাব্দে 'দি স্টেটসম্যান' পত্রিকার সম্পাদক এ. ওয়াটসনের জীবননাশের চেষ্টা হয়। আক্রমণকারী অতুলচন্দ্র সেন পুলিশের কবল থেকে সঙ্গীদের বাঁচাতে এবং গ্রেপ্তার এড়াতে পটাশিয়াম সায়ানাইড খান। 

৪) ১৯৯১ খ্রিস্টাব্দে হেলা শেঠ ভারতের সর্বোচ্চ আদালতে প্রথম মহিলা মুখ্য বিচারপতি পদে আসীন।

৫) ১৯৯৩ খ্রিস্টাব্দে রাজ্যসভা ক্রেতাসুরক্ষা বিল অনুমোদন করে।

৬) ২০১৯ খ্রিস্টাব্দে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা সংক্রান্ত বিশেষ সুবিধার অবসান ঘটিয়ে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়।

৭)‌ কমিউনিস্ট আন্দোলনের দুই পথিকৃত মুজফ্ফর আহমদ এবং হরেকৃষ্ণ কোঙারের জন্মদিবস


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৮২৪ খ্রিস্টাব্দে গ্রিস অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে।

২) ১৮৭৪ খ্রিস্টাব্দে জাপানে Postal Savings System চালু করা হয়।

৩) ১৯৬২ খ্রিস্টাব্দে নেলসন ম্যান্ডলাকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং ১৯৯০ পর্যন্ত তিনি জেলেই থাকেন। 

আমেরিকান অভিনেত্রী মেরিলিন মনরো'র জীবনাবসান হয়। 

৪) ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান এয়ার ক্রাফ্ট 'অপারেশন পিয়ার্স অ্যারো' নামে অভিযান চালায়। 

৫) ১৯৬৬ খ্রিস্টাব্দে বিখ্যাত আমেরিকান গায়ক, বেস বাদক, এবং ফটোগ্রাফার জেনিফার ফিঞ্চ জন্মগ্রহণ করেন। 

৬) আজকের দিনটি পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর স্বাধীনতা দিবস–যারা ফরাসি আধিপত্য থেকে মুক্তিলাভ করে।


সংকলক : স্বপন ঘোষ

                                              --------------------------------------------



1 টি মন্তব্য: