Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

আজকের দিনটি : ৩ আগস্ট ২০২১

Today-is-the-day

 আজকের দিনটি 


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৭৮০ খ্রিস্টাব্দে ব্রিটিশ বাহিনী মারাঠা নেতা সিন্ধিয়াকে পরাজিত করে গোয়ালিয়র দখল করে।

২) ১৮৩৫ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল চার্লস মেটকাফ সংবাদপত্রের স্বাধীকার স্বীকার করে নিয়ে ১৮২৩ খ্রিস্টাব্দের কালা আইন বাতিল করলে রামমোহন রায় প্রমুখের উদ্যোগে গড়ে ওঠা স্বাধীকার আন্দোলনের উল্লেখযোগ্য জয় সূচিত হয়। 

৩) ১৯৯৬ খ্রিস্টাব্দে লিয়েন্ডার পেজ আটলান্টা অলিম্পিক থেকে টেনিসে ব্রোঞ্জ পদক লাভ করেন। 

৪) ১৯৫৬ খ্রিস্টাব্দে ক্রিকেটার বলবিন্দর সিং সাঁধু জন্মগ্রহণ করেন–যিনি ১৯৮৩ 'র বিশ্বকাপ ক্রিকেটে গর্ডন গ্রিনিজকে আউট করে ভারতের জয়ের পথ সুগম করেন। 

৫) আজকের দিনটিতে ভারতে মঙ্গল গৌরী ব্রত ও রোহিনী ব্রত পালন করা হয়।


আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৯০৪ খ্রিস্টাব্দে প্রথম airship circuit flight তৈরি করেন ক্যাপ্টেন টমাস এস. ব্যাল্ডউইন। 

২) ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

৩) ১৯৫৮ খ্রিস্টাব্দে USS Nautilus নামে সাবমেরিন প্রথম উত্তর মেরু পরিভ্রমণ করে।

৪) ১৯৬০ খ্রিস্টাব্দে নাইজার ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

৫) ২০০৮ খ্রিস্টাব্দে প্রখ্যাত রাশিয়ান ঔপন্যাসিক আলেকজান্ডার সলঝেনেতসিন প্রয়াত হন। 


সংকলক : স্বপন ঘোষ

                 -----------------------------------------------------



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন