Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২ আগস্ট, ২০২১

আজকের দিনটি : ২রা আগস্ট ২০২১

 আজকের দিনটি


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৭৬৩  খ্রিস্টাব্দে বাংলার নবাব মিরকাশিম গিরিয়ার যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন। 

২) ১৮৫৮ খ্রিস্টাব্দে লর্ড স্ট্যানলির ভারত বিল ইংল্যান্ডের আইন সভায় পাশ হওয়ার সূত্রে এইদিন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের অবসান হয়। 

৩) ১৮৯৫ খ্রিস্টাব্দে প্রখ্যাত বাঙালি কীটপতঙ্গ বিশেষজ্ঞ গোপাল চন্দ্র ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। 

৪)‌ ১৯৩৭ খ্রিস্টাব্দে আন্দামানে আটক বন্দিদের মুক্তির দাবিতে রবীন্দ্রনাথ ঠাকুর টাউন হলে ভাষণ দেন। 

৫) ১৯৮৭ খ্রিস্টাব্দে ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নুর জন্ম হয়।

 

আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৭৭৬ খ্রিস্টাব্দে আমেরিকার ১৩টি উপনিবেশ ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে।

২) ১৮৭০ খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম টিউব রেলওয়ে চালু হয় লন্ডনে। 

৩) ১৯২২ খ্রিস্টাব্দে চিনে বিশ্বের সর্বাধিক ভয়াবহ সামুদ্রিক ঝড়গুলির অন্যতম একটি টাইফুন আছড়ে পড়ে। অন্তত ৫০,০০০ মানুষের মৃত্যু হয়।

৪) ১৯৪৪ খ্রিস্টাব্দে সোসালিস্ট রিপাবলিক অফ ম্যাসিডোনিয়ার জন্ম হয়।

৫) ১৯৯০ খ্রিস্টাব্দে আমেরিকার বিখ্যাত কবি ও ছোটগল্প লেখক নরম্যান ম্যাকলিয়ন প্রয়াত হন। 


সংকলক : স্বপন ঘোষ

                                                         ----------------------------



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন