Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ইতিহাসে আজ : ১৮ আগস্ট ২০২১

 ‌

Today-in-history

ইতিহাসে আজ  

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৭৫৮ খ্রিস্টাব্দে আলিপুরের পুরোনো টাঁকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির মুঘল সম্রাটের নামাঙ্কিত মূদ্রা প্রথম প্রস্তুত করে। এই মুদ্রা উর্দু ও ফারসি ভাষায় বাংলার নবাব মিরজাফরের পরোয়ানা বলে মুদ্রিত হয়। 

২) ১৮০০ খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল সার্ভেন্টদের শিক্ষিত করা এবং ভারতীয় সংস্কৃতি সম্পর্কে অবহিত করানোর জন্য গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 

৩) ১৯০৭ খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ড শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সোসালিস্ট সম্মেলনে ভারতের পক্ষ থেকে মাদাম কামা ও সর্দার সিং রাণা প্রতিনিধিত্ব করেন। সম্মেলনে মাদাম কামা ভারতের ব্রিটিশ অধিকারের বিরুদ্ধে তীব্র জ্বালাময়ী বক্তৃতা করেন ও বন্দেমাতরম ধ্বনি সহকারে বিপ্লবী হেমচন্দ্র কানুনগো পরিকল্পিত একটি ত্রিবর্ণ রঞ্জিত প্রদর্শন করেন। 

৪) ১৯৩০ খ্রিস্টাব্দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার অল্ডারম্যান পদে নির্বাচিত হন। 

৫) ১৯৩২ খ্রিস্টাব্দে রাজনৈতিক বন্দিদের ইংরেজ সরকার আন্দামান সেলুলার জেলে রাখার সিদ্ধান্ত গ্রহণ করলে 'এস. এস .মহারাজা' জাহাজে বন্দিদের আন্দামানে পাঠানো হয়। এইদিন যে ২৩ জন বন্দি আন্দামানে পৌছান, তাঁরা হলেন গনেশ ঘোষ,অনন্ত সিংহ, লোকনাথ বল, রমেশ চ্যাটার্জী, প্রবোধ রায় প্রমুখ। 

৬) ১৯৩৪ খ্রিস্টাব্দে কলকাতায় মদনমোহন মালব্যর নেতৃত্বে 'ন্যাশনালিস্ট পার্টি' নামে একটি নতুন দল গঠিত হয়। 

৭) ১৯৪২ খ্রিস্টাব্দে ভাগলপুরে জাতীয় সরকার স্থাপনের সূচনা হয়। 

৮) ১৯৪৫ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেত্রী সরকার দেবী চৌধুরীর জীবনাবসান হয়। 

৯) ১৯৫১ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের খড়্গপুরে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (IIT)

 উদ্বোধন হয়। 

১০) ১৯৯৩ খ্রিস্টাব্দে ভারতের আটটি রাজ্য থেকে 'পথকর' প্রত্যাহার করে নেওয়া হয়। 

১১) আজকের দিনে জন্মেছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার গুলজার,অভিনেতা রনবীর সিং, প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৯১৭ খ্রিস্টাব্দ গ্রীসের থেসালৌনিক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। মৃত ৭০০০০।

২) ১৯৫৮ খ্রিস্টাব্দে বাংলাদেশের ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম বাংলাদেশী হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। 

৩) ২০০৮ খ্রিস্টাব্দে পাকিস্তানের রাষ্টপতি পারভেজ মুশালফকে ইমপিচ করা হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

৪) আজকের দিনে  জন্মেছিলেন ফরাসি সংগীতকার লুসিয়েন ব্যপার, ফরাসি ঐতিহাসিক এডগার ফোর প্রমুখ। 


সংকলক : স্বপন ঘোষ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন