Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার প্রথম বৈঠক

 

The-first-meeting-of-the-Trinamool-Barasat-organizational-district

সৌদীপ ভট্টাচার্য : উত্তর ২৪ পরগনা জেলা তৃনমুল কংগ্রেস সাংগঠনিক ভাবে ভাগের পর আজ বারাসত জেলার প্রথম বৈঠক। আজ মধ্যমগ্রামে জেলা পার্টি অফিসে প্রথম দিনের বৈঠকে নতুন সভাপতি অশনি মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন সভাপতি ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বারাসতের সাংসদ কাকলী ঘোষদস্তিদার, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, জয়া দত্ত, ধীমান রায় সহ অন্যান্যরা।  

বারাসতের সাংসদ কাকলী ঘোষদস্তিদার বলেন, 'ত্রিপুরায় তৃনমুলকে ভয় পেয়েছে বিজেপি। তাই বারবার তৃনমূলের গণতান্ত্রিক আন্দোলনের উপর হামলা হচ্ছে। এরাজ্যে হারার পর বিজেপি আরোও ভয় পেয়েছে তৃনমুল কে। সিবিআই এই রাজ্যে ঘুরে বেড়ানোতে শুধুই সরকারি তেল খরচ হচ্ছে।'‌ 

দলীয় বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন জেলা সভাপতি অশনি মুখার্জী জানান, '‌অনেক নেতা এদিনের বৈঠকে উপস্থিত থেকে তাঁদের সুচিন্তিত মতামত রেখেছেন। যা আগামী দিনে দল পরিচালনার ক্ষেত্রে কাজে আসবে। নতুন ভাবে সবাইকে নিয়েই দল চলবে।' ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যাতে আরও ভালো ফল করে,‌ সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে। 

পাশাপাশি, পুর নির্বাচনে আরও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার বিষয়টিও আলোচনা হয়েছে সভায়। সরকারি প্রকল্পের সুবিধা যাতে মানুষ পান, দলীয়ভাবে সেটিও কর্মীদের দেখার নির্দেশ দেন অশনিবাবু। এছাড়াও তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এখন এক পরিবারের মতো। এই পরিবারের মধ্যে কোনও গোষ্ঠী কোন্দল নেই বলেও দাবি অশনি মুখার্জীর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন