Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

নগদ বেতনের বদলে শিক্ষকেরা পান গবাদি পশু পাখি

Teachers-get-cattle-instead-of-salary

সমকালীন প্রতিবেদন : শিক্ষকরা আর মাসিক বেতন পাচ্ছেন না। তার বদলে পাচ্ছেন গবাদি পশু পাখি। শুনলেই প্রথমে একটু হতবাক হতে হলেও এই ঘটনা ঘটেছে জিম্বাবোয়েতে। গোটা পৃথিবীতে এই ঘটনা নজীরবিহীন। সে দেশের সরকারের এমন নির্দেশিকাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সে দেশে মাসভর শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পড়ানোর পরে মাসের শেষে মাইনের বদলে কেউ পাচ্ছেন ছাগল, গরু আবার কেউ পাচ্ছেন হাঁস, মুরগির মত পাখিও। এমন ফতোয়া জারি সেদেশের শিক্ষামন্ত্রী লাজারস ডোকেরার। 

তিনি জানান, বিনিময়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চলতেই পারে। যদি কোনও ছাত্রের অভিভাবক রাজমিস্ত্রি হন, তাহলে স্কুল বিল্ডিং এর কাজে তাঁকে লাগান। সেই ছাত্রের টিউশন ফি মুকুব করুন। এইভাবে বিনিময় পদ্ধতির মাধ্যমে সে দেশের সরকার শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা চালানো শুরু করেছে। 

কারণ হিসেবে অবশ্য সে দেশের সরকার জানিয়েছে, নগদ অর্থের যোগান অত্যন্ত কম। মানুষকে ব্যাংক থেকে টাকা তুলতেও অনেক কষ্ট করতে হচ্ছে। তাই বিনিময়ের মাধ্যমে পরিষেবা চালানোর এই ব্যবস্থা তাঁরা নিয়েছেন। অভিনব এই বিনিময় ব্যবস্থাকে সেদেশের জনগণ কিভাবে মেনে নেবেন, এখন সেদিকেই তাকিয়ে সবাই।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন