সমকালীন প্রতিবেদন : মদ্যপানের বিরোধিতা করতেন বাবা। বকাবকি করতেন মা। এতেই বিপত্তি। ঘুম থেকে তুলে অসুস্থ বাবাকে পিটিয়ে খুন করল গুনধর ছেলে। পূর্ব বর্ধমান জেলার কালনার মেদগাছি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে মদ খেয়ে বাড়ি ফেরে অভিযুক্ত ছেলে বিশ্বজিৎ হালদার। আর এর পরেই বাড়িতে অশান্তি শুরু হয়। পেশায় মোটর ভ্যান চালক বিশ্বজিৎ।ছেলের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলেন মা। ছেলেকে মদ্যপ অবস্থায় দেখে বকাবকি করেন মা। হঠাৎই মা কে বেধড়ক মারধর করতে শুরু করে ছেলে।
মায়ের গলায় হাঁসুয়া ধরে কোপ মারতে যায় অভিযুক্ত। প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যান মা অঞ্জলীদেবী। এরপর রাগ সামলাতে না পেরে ঘুমন্ত বাবাকে খাট থেকে তুলে মারধর শুরু করে ছেলে বিশ্বজিৎ। বাঁশ, লাঠি দিয়ে পেটাতে থাকে। ছেলের বেধড়ক মারে গুরুতর অসুস্থ বাবার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন