Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৪ জুলাই, ২০২১

শনিবার বৃষ্টিভেজা বঙ্গ

 

Rain-soaked Bengal on Saturday

সমকালীন প্রতিবেদন : ‌বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গে প্রবেশ না করলেও তার জেরে শনিবারও রাজ্যের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টি হবে। পরিমাণে কোথাও বেশি, কোথাও কম। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ অক্ষরেখা উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে সরে যেতে শুরু করেছে। এর ফলে এই রাজ্যে অতি ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় সর্বত্রই কমবেশি বৃষ্টি হবে। শনিবার গোটা দিনই চলবে এই বৃষ্টির দাপট। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। 

রাজ্যের পশ্চিমের জেলাগুলির পাশাপাশি সমুদ্র উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে গত কয়েক দিনের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাতে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শনিবারেও তার জের চলবে। সব মিলিয়ে আজ গোটা দিন বৃষ্টিভেজা বঙ্গ উপভোগ করবেন বঙ্গবাসী।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন