Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

৫৫ লক্ষ ভোটার বাদ পড়ার পথে, চূড়ান্ত তালিকা: ডিসেম্বর ১৬

 

Voter-list

সমকালীন প্রতিবেদন : ‌পশ্চিমবঙ্গে ভোটার তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়ায় সামনে এল ব্যাপক সাফাইয়ের চিত্র। বিশেষ নিবিড় সংশোধন  চলাকালীন ডিজিটাল যাচাইয়ে দেখা গেছে, রাজ্যের মোট ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১ জন ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। যার মধ্যে শুধুমাত্র মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯। বাকিরা ‘ভূতুড়ে’, ‘স্থানান্তরিত’ বা ‘ডুপ্লিকেট’ হিসেবে চিহ্নিত।

শুক্রবার পর্যন্ত যে তথ্য নির্বাচন কমিশনের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ভোটার ডেটার ৯৯ শতাংশ ডিজিটালাইজেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত বাদ পড়তে পারে এমন ভোটারের সংখ্যা ছিল ৫২ লক্ষ ৯৯ হাজার ৬৬৩। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরও বেড়েছে সম্ভাব্য বাদ পড়া নামের সংখ্যা।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী দফতর জানিয়েছে, মৃত ভোটারদের সঠিকভাবে শনাক্ত করতে পৃথক তালিকা তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মৃত ভোটারদের তথ্য ত্রিস্তরীয় যাচাইয়ের নির্দেশও এসেছে।

এই যাচাইয়ে যে যে নথি পর্যালোচনা করা হবে, সেগুলি হল– রাজ্যের পুর ও পঞ্চায়েত সংস্থাগুলিতে সংরক্ষিত মৃত্যু তালিকা, ব্যাঙ্ক ও বীমা কোম্পানির ডেথ রেকর্ড, মৃত্যু-সংশ্লিষ্ট সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের তালিকা। কমিশন মনে করছে, এই বহুমুখী মিলিয়ে দেখা প্রক্রিয়া মৃতদের নাম চূড়ান্তভাবে বাদ দিতে সাহায্য করবে এবং ভোটার তালিকাকে আরও নির্ভুল করে তুলবে।

বর্তমানে অক্টোবরের শেষ প্রকাশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর কর্মসূচি শেষে আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে নতুন খসড়া ভোটার তালিকা। সেই তালিকায় এই পরিবর্তন কতটা প্রতিফলিত হবে, তা নিয়েই কৌতূহল। এরপর আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষ করে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন