Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

অভিজ্ঞতার নিরিখে কেকেআরের ক্যাপ্টেন হলেন অজিঙ্ক রাহানে

 

Captain-of-KKR

সমকালীন প্রতিবেদন : ‌পূর্বাভাস ছিল আগেই। সোমবার, অর্থাৎ তিন তারিখ বড় ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই অনুযায়ী এইদিনই প্রকাশ্যে এসেছে তিন তারা যুক্ত নতুন জার্সি। তবে দলের ক্যাপ্টেন কে হবেন, সেই নিয়ে ভক্তদের মধ্যে বাড়ছিল উৎকন্ঠা। অবশেষে অপেক্ষার অবসান। আসন্ন আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে। 

জার্সি প্রকাশ্যে আসার পর কেকেআরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, দুপুর ৩টে ৩৩ মিনিটে নতুন কিছু প্রকাশ্যে আসবে। অবশেষে দীর্ঘদিন অপেক্ষার পর ক্যাপ্টেনের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। তবে ভেঙ্কটেশ আইয়ার নন, অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানে। 

ভাইস ক্যাপ্টেন হয়েছেন ভেঙ্কটেশ। কেন ভেঙ্কটেশকে টপকে রাহানেকে অধিনায়ক করা হল, তা জানানো হয়েছে কেকেআরের তরফে। কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, রাহানের অভিজ্ঞতা এবং পরিণতবোধ বেশি হওয়ায় তাঁকে নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে। 

মাইসোর বলেছেন, “অজিঙ্ক রাহানের মতো একজন নেতা পেয়ে আমরা খুব খুশি। রাহানের মধ্যে নেতা হিসাবে অভিজ্ঞতা এবং পরিণতবোধ রয়েছে। বেঙ্কটেশ আইয়ারও দীর্ঘদিন ধরে এই দলের হয়ে খেলছে। ওর মধ্যেও নেতা হওয়ার প্রচুর গুণ রয়েছে। আশা করি এই দু’জনে মিলে ট্রফি ধরে রাখার জন্য সবরকম চেষ্টা করবে।” 

এদিকে অধিনায়কের দায়িত্ব পেয়ে রাহানে বলেছেন, “কেকেআরের নেতা হওয়ার দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইপিএলের অন্যতম সফল দলগুলির মধ্যে একটি কেকেআর। আমাদের দুর্দান্ত এবং ভারসাম্যযুক্ত একটা দল রয়েছে। সবার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। ট্রফি ধরে রাখতে মরিয়া।”

ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাহানের। সম্প্রতি মুম্বই রাজ্য দলকে গোটা মরসুমে দু’টি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি জাতীয় দলেও নেতা ছিলেন। ২০২০-২১ অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ট্রফি জয়ের কান্ডারি ছিলেন রাহানেই। বিরাট কোহলি প্রথম টেস্ট খেলে দেশে ফিরে যাওয়ার পর বাকি তিনটি টেস্টে দেশকে নেতৃত্ব দেন রাহানেই। এবার রাহানের নেতৃত্বে মুম্বই রঞ্জির সেমিফাইনালে উঠেছে। এবার আইপিএল-এ তাঁর নেতৃত্বে কেমন পারফরম্যান্স করে কেকেআর, সেটাই এখন দেখার। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন