সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্স ফ্যানরা দারুণ চিন্তায় ছিলেন৷ রনজি ট্রফির ম্যাচ খেলাকালীন খারাপভাবে গোড়ালি মোচড়ের শিকার হয়েছিলেন তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার৷ কিন্তু এসে গেল ভাল খবর। চোট সারিয়ে উঠছেন তিনি৷ ভেঙ্কটেশ, যাঁকে কেকেআর ২৩.৭৫ কোটি টাকা খরচ করে নিলামে তৃতীয়-সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তুলে নেয়৷
কেরলের বিরুদ্ধে মধ্যপ্রদেশের এলিট গ্রুপ সি অ্যাওয়ে ম্যাচের প্রথম দিনে তাঁরই গোড়ালিতে চোট লাগে৷ যদিও ৩০ বছর বয়সী এই প্রতিযোগী দ্বিতীয় দিনে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাঠে নামেননি। তবে কোনও গুরুতর আঘাতের উদ্বেগ নেই, এমনটাই একটি সর্বভারতীয় ক্রীড়া সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে৷
ব্যাট করতে নেমে মাত্র তৃতীয় বলেই আইয়ার ফাস্ট বোলার এনপি বাসিলকে ডিপ স্কোয়ার লেগের দিকে ফ্লিক করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই সময়েই তাঁর ডান পায়ের গোড়ালিতে মোচড় লাগে। রানটি কমপ্লিট করতে না পেরে তিনি পিচের মাঝখানে পড়ে যান, ব্যথায় কাতর হয়ে পড়েন।
কেকেআর এবারের আইপিএল নিলামের আগে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেয়৷ খেতাব রক্ষার লড়াইতে নামা কেকেআরের পরবর্তী নেতা বাছাইয়ের গুরুত্বপূর্ণ কাজ আছে৷ শাহরুখ খানের সহ-মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ব্যাটিং অলরাউন্ডারের জন্য যে পরিমাণ টাকা ব্যয় করেছে, তা স্পষ্টতই মনে হচ্ছে আইয়ারের জন্য কেকেআরের আরও বড় পরিকল্পনা রয়েছে।
বহুমুখী ব্যাটিং অলরাউন্ডার কেকেআর- এর আইপিএল ২০২৪ শিরোপা জয়েও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল৷ এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ফিল্ডিং করার সময় কোমড়ে চোট পেয়েছিলেন রিঙ্কু সিং। সেই কারণে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তরুণ বাঁ হাতি এই তারকা ব্যাটার।
রিঙ্কু সিংয়ের চোট কতটা গুরুতর এবং চতুর্থ ম্যাচ থেকে তিনি দলে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু চোট গুরুতর হলে নতুন মরশুম শুরুর আগেই কেকেআরের মাথায় হাত পড়তে পারে। আবার মেগা নিলামের সময় অনরিখ নখিয়াকে কলকাতা নাইট রাইডার্স ৬.৫০ কোটি টাকায় কিনেছিল।
এই পেসার টুর্নামেন্টে দলের পেস বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারতেন। তবে তিনি পিঠে চোট পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন। আইপিএল ২০২৫ সংস্করণে তাঁকে পাওয়া যাবে কিনা, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন