Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

রিটেনশন লিস্ট নয়, নিলামের লিস্টে উঠছে ঋষভ পন্থের নাম!

 

Rishabh-Panth

সমকালীন প্রতিবেদন : দলের কোচিং স্টাফে ব্যাপক রদবদলের পর ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রেও কি চূড়ান্ত বদলের পথে হাঁটতে পারে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের মেগা নিলামের আগে বেশ কিছু রিপোর্ট তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে৷ কেরিয়ারে একমাত্র দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএল খেলেছেন ঋষভ পন্থ।

এই জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে নিলামে অংশ নেওয়ার সুযোগ করে দেবে বলে মনে করা হচ্ছে৷ আর তারকা ক্রিকেটারকে পেতে আসরে ঝাঁপিয়েছে একজোড়া ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সহ একাধিক দল ঋষভকে নিতে পারে। 

সম্প্রতি, টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আগামী মাসের শেষে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মেগা নিলামে উঠতে চলেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ। আর তাঁকে পাওয়ার দৌড়ে সবচেয়ে আগে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 

তবে বেঙ্গালুরু ছাড়াও এই তারকাকে পেতে লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংসও আগ্রহী বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে। কিন্তু আদৌ কি এমনটা করবে দিল্লি? এই প্রশ্নের উত্তর আপাতত নেই। তবে, গত মাসে সংবাদসংস্থা আইএএনএস'কে ফ্র্যাঞ্চাইজির মালিক পার্থ জিন্দাল জানিয়েছিলেন, ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে পন্থকে অবশ্যই রেখে দেওয়া হবে বা রিটেইন করা হবে। 

জিন্দাল বলেছিলেন, 'নিঃসন্দেহে পন্থকে রেখেই দল গড়বে দিল্লি ক্যাপিটালস ৷ আমাদের দলে অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, খলিল আহমেদের মতো দুর্দান্ত সব ক্রিকেটাররাও রয়েছেন৷' 

যদিও দিল্লি ক্যাপিটালস যে সংস্থার সহ-মালিকানাধীন, সেই জিএমআর গ্রুপের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন তিনি। সেই সিদ্ধান্ত এখনো সামনে আসেনি। তাই সবটাই ভাসছে জল্পনার স্তরে। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন