Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

জামিন পেলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য

Sankar-Addho

সমকালীন প্রতিবেদন : ‌বিচারাধীন হিসেবে প্রায় ৮ মাস জেলে বন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন বনগাঁ পুরসভার প্রাক্তন প্রধান শঙ্কর আঢ্য। মঙ্গলবার দুপুরে জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। আর এই খবর ছড়িয়ে পড়তেই বনগাঁ শহরে খুশির হাওয়া শঙ্কর আঢ্যর অনুগামীদের মধ্যে। 

উল্লেখ্য, কোটি কোটি টাকার রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর বেশ কয়েকমাস আগে গ্রেপ্তার করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আর সেই মামলার সূত্রেই শঙ্কর আঢ্যর নাম জড়িয়ে যাওয়ায় ইডির তদন্তকারী অফিসারেরা একসময় বনগাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় শঙ্কর আঢ্যকে। ওই সময় একই অভিযোগে গ্রেপ্তার হয় বাকিবুর রহমান সহ আরও কয়েকজন।

‌অবশেষে জামিনে মুক্তি পেলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান, শংকর আঢ্য সহ-৩ জন। মঙ্গলবার দুপুরে ইডির মামলায় তাঁদের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। কাগজ কলমের কাজ শেষ করে আজ রাতে অথবা আগামিকাল সম্ভবত তাঁরা বাড়ি ফিরবেন। 

জানা গিয়েছে, বেশ কয়েকমাস তদন্তের কাজ চালিয়ে গেলেও ইডির তদন্তকারী অফিসারেরা তাঁদের বিরুদ্ধে আদালতের কাছে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেনি। সেই কারণেই এই তিনজনের জামিন মঞ্জুর করেছে আদালত। আর তাতেই প্রশ্নের মুখে ইডির ভূমিকা।

এদিকে, এদিন দুপুরেই শঙ্কর আঢ্যর জামিনের খবর পৌঁছে যায় বনগাঁয়। আর তারপরই তাঁর অনুগামীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়। আনন্দের বহিপ্রকাশ হিসেবে এদিন দুপুরে মতিগঞ্জ এলাকায় পটকা ফাঁটিয়ে উচ্ছাসে ফেঁটে পরতে দেখা যায় মতিগঞ্জ নিমতলা ই–রিক্সা ইউনিয়নের সদস্যদের। আগামীকাল তাঁরা বনগাঁয় মিছিল বের করবেন বলেও জানান।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন