Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

কোন ভুলে ভারতীয় দলে সেভাবে সুযোগ পাচ্ছেন না রিঙ্কু সিং?

 

Rinku-Singh

সমকালীন প্রতিবেদন : অল্প সময়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন রিঙ্কু সিং। টি-২০ বিশ্বকাপের স্কোয়াডেও ছিল তাঁর নাম। তারপর জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সফরেও খেলানো হয়েছিল তাঁকে। কিন্তু তারপর ঘরোয়া ক্রিকেটে ব্রাত্য রয়ে গেছেন তিনি। 

রিঙ্কু সিং সেই খেলোয়াড়দের মধ্যে একজন, যার নাম দলীপ ট্রফি স্কোয়াডে জায়গা পায়নি। তবে এই টুর্নামেন্টের আসন্ন সংস্করণে নিজের নাম লেখাতে চেয়েছিলেন রিঙ্কু সিং। কিন্তু নির্বাচকরা রিঙ্কু সিংকে উপেক্ষা করেছিলেন। 

এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন রিঙ্কু সিং। বাঁ-হাতি ব্যাটসম্যান ২০২৪ সালের প্রথম দিকে ভারত A-এর হয়ে আনুষ্ঠানিক টেস্ট ম্যাচ খেলেছিলেন এবং এরপরে মনে করা হয়েছিল টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়ার জন্য রিঙ্কু সিংকে হয়তো আরও একটি সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু তেমনটা হয়নি। 

প্রিমিয়ার ঘরোয়া টুর্নামেন্ট থেকে উপেক্ষিত হওয়ার পরে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি এবং এই টুর্নামেন্টে নিজের অনুপস্থিতির কারণ তুলে ধরেছেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং বলেন, '‌কিছুই নয়...আসলে আমি তেমন ভালো পারফর্ম করিনি।' 

রিঙ্কু আরও বলেন, 'আমি রঞ্জি ট্রফিতে অনেক ম্যাচ খেলিনি...আমি ২-৩টি ম্যাচ খেলেছি। আমি না খেলার কারণে আমি নির্বাচিত হইনি। আমি হয়তো পরবর্তী রাউন্ডের ম্যাচের জন্য নির্বাচিত হতে পারি।' 

অর্থাৎ এখনও আশা ছাড়ছেন না রিঙ্কু সিং। রিঙ্কু সিং এখনও টুর্নামেন্টে খেলার আশা শেষ করতে দেননি। কারণ, ভারতীয় টেস্ট খেলোয়াড়রা প্রথম রাউন্ডের পর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে চলে যাবে। শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, কেএল রাহুল, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল এবং অন্যান্যরা সম্পূর্ণ টুর্নামেন্ট খেলবেন না। 

মনে করা হচ্ছে প্রথম রাউন্ডের পর রিঙ্কু সিংকে ডাকা হতেই পারে। উল্লেখ্য, রিঙ্কু সিং রঞ্জি ট্রফি মরশুমে তিনটি ম্যাচ খেলে ৪২.৬৬ গড়ে ১২৮ রান করেছিলেন। যেহেতু তিনি টিম ইন্ডিয়ার অংশ ছিলেন, তাই রঞ্জি ট্রফির প্রতিটি ম্যাচ খেলতে পারেননি রিঙ্কু সিং। 

তিনি ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৪.৭০ গড়ে ৩১৭৩ রান করেছেন। তার এই স্কোরের তালিকায় ৭টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরিও রয়েছে। তাই পারফরম্যান্সের সুবাদে তার সামনে সুযোগ এলেও আসতে পারে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন