Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

গোপালনগরে সরকারি গাছ কাটা রুখলেন স্থানীয় বাসিন্দা

 

Resident-stopped-cutting-trees

সমকালীন প্রতিবেদন : ‌রাস্তার ধারে থাকা সরকারি জমির উপর একাধিক গাছ কেটে নেওয়ার চেষ্টা রুখে দিলেন গ্রামের এক সচেতন ব্যক্তি। অভিযোগ, কোনওরকম সরকারি অনুমোদন ছাড়াই একপ্রকার চুরি করে এই গাছ কেটে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বাধা পেয়ে পালিয়ে যায় কাঠুরেরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালনগর থানার চৌবেরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ী এলাকায় শুক্রবার সকালে গোপালনগর–নহাটা মেইন রোডের পাশে গাছ কাটছিল কয়েকজন কাঠুরে। গাছগুলি রাস্তার ধারে পূর্ত দফতরের জমিতে লাগানো ছিল। 

সাতসকালে এইভাবে তরতাজা গাছ কাটতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দা শুভাশিস সরকার নামে এক ব্যক্তির। তিনি কাঠুরেদের কাছে জানতে চান, কেন তারা এভাবে গাছ কাটছেন। তারা তখন জানায়, বনদপ্তরের অনুমতি নিয়েই তারা এই গাছ কাটছে। 

কিন্তু তাদের কথায় সন্দেহ তৈরি হয় ওই ব্যক্তির। তখন তিনি বনদপ্তরের অনুমতির কাগজ দেখতে চান। কিন্তু কাঠুরেরা সেই কাগজ প্রথমে দেখাতে অস্বীকার করে। বলে পরে দেখাবো। এই নিয়ে তর্কবিতর্ক চলার মধ্যেই ২ কাঠুরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আর তাতেই সন্দেহ আরও জোরালো হয়। এরপরেই এক কাঠুরেকে আটকে রেখে নহাটা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই কাঠুরেকে আটক করে নিয়ে যায়। পাশাপাশি, একটি ইঞ্জিন ভ্যানকেও আটক করে পুলিশ। এব্যাপারে শুভাশিস সরকার নহাটা পুলিশ ফাঁড়ি এবং বনদপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী শুভাশিস সরকার এব্যাপারে বলেন, 'এদিন সাতসকালে রাস্তার ধারের তরতাজা গাছগুলি কাটতে দেখে সন্দেহ হয়। কাঠুরেদের জিজ্ঞাসা করি। আর তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে। তারা একটি কদম গাছের অনেকটা অংশই ততক্ষণে কেটে ফেলেছিল। যদিও বাধা পেয়ে কাটা গাছের অংশগুলি নিয়ে যেতে পারেনি।'‌‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন