সমকালীন প্রতিবেদন : করোনার স্মৃতি মুছে যাওয়ার আগেই, মাথাচাড়া দিচ্ছে আরও এক নতুন ভাইরাস। যা নিয়ে আবারও চিন্তা দেখা দিয়েছে বিজ্ঞানমহলে। আবারও বিশ্বজুড়ে হাহাকারের রোল উঠতে পারে ধারণা করা হচ্ছে। আবারও প্রায় বছর পাঁচেক পর মানুষের দেহে মিলল এই বার্ড ফ্লু ভাইরাসের স্ট্রেন। সম্প্রতি এই বার্ড ফ্লু আবারও মহামারি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর রবার্ট রেডফিল্ড।
তিনি বলেন, 'আমরা ধারণা করছি, এই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ভবিষ্যতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যা আগামী দিনে মহামারির আকারও ধারণ করতে পারে। এমনকি গত মাসেই মার্কিন মুলুকে থাবা বসিয়ে দিয়েছে এই ভাইরাস। যা ইতিমধ্যেই গবাদি পশু এবং ১৫ জন মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসে যেখানে মৃত্যর হার ০.৬ শতাংশ ছিল, সেখানে বার্ড ফ্লুতে সেই হার অনেকটাই বেশি হতে পারে।'
তিনি আরও জানান, 'করোনার ক্ষেত্রে যে অ্যামিনো অ্যাসিড রূপ পরিবর্তন করে দ্রুত ছোঁয়াচে হয়ে উঠেছিল, এক্ষেত্রেও বার্ড ফ্লুর জিনে পাঁচটি অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। আর হিউম্যান রিসেপ্টর প্রোটিনের সঙ্গে মিলে এই অ্যামিনো অ্যাসিড দ্রুতই একজনের থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়তে পারে। তবে সেটা সময়ের অপেক্ষা।'
উল্লেখ্য, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মানুষের শরীরে এই ভাইরাসের প্রবেশ ঘটতে দেখা গিয়েছে। বছর চারের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার পর এখন বাড়িতে থাকলেও, শ্বাসকষ্টের কিছু সমস্যা রয়ে গিয়েছে। তবে এটা এখনও ছোঁয়াচে বলে জানা যায়নি। কারণ, তাঁর পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত সুস্থই রয়েছেন।
প্রসঙ্গত, মাত্র কয়েক বছর আগেই করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছে গোটা বিশ্ব। মৃত্যুমিছিল দেখা গিয়েছিল বেশ কিছু দেশেও। মৃত্যুর হারে খুব একটা পিছিয়ে ছিল না আমাদের দেশও। তবে সময়ের সাথেই সাথেই সেই ভয়ঙ্কর মারণরোগের কবল থেকে মুক্তি পেয়েছে গোটা বিশ্ববাসী।
কিন্তু এরই মধ্যে আবার মাথাচাড়া দিচ্ছে নতুন আতঙ্ক বার্ড ফ্লু। ভয় না পেয়ে চিকিৎসকদের পরামর্শমতই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে সকলকে। তাহলেই রক্ষা পাবে গোটা পৃথিবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন