Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৯ মে, ২০২৪

কোয়ালিফায়িং ম্যাচে হেরে গেলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে কেকেআরের

 

KKR-have-chance

সমকালীন প্রতিবেদন : ‌চলতি আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্স কার্যত আগুন ফর্মে রয়েছে। ইতিমধ্যে তারা প্লে-অফের লড়াইয়ে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। লিগ পর্যায়ে কলকাতার হাতে এখনও একটা ম্যাচ বাকি রয়েছে। 

১৯ পয়েন্টস নিয়ে ইতিমধ্যেই তারা টেবিলের শীর্ষে উঠে গিয়েছে। বাকি দলগুলো আর চেষ্টা করলেও কেকেআর ব্রিগেডকে শীর্ষস্থান থেকে নামাতে পারবে না। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএল টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। 

কিন্তু, তাদের বিরুদ্ধে কোন দল খেলবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে, বৃহস্পতিবার বৃষ্টির কারণে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটান্স ম্যাচে বৃষ্টির কারণে একটাও বল খেলা সম্ভব হয়নি। যদিও চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার ঘটল। 

ইতিপূর্বে, কলকাতা বনাম গুজরাট ম্যাচেও এই একই পরিস্থিতির সাক্ষী হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। বৃষ্টির কারণে একটাও ম্যাচ খেলা সম্ভব হয়নি। সমর্থকদের মনে ইতিমধ্যে প্রশ্ন জাগতে শুরু করেছে, ২০২৪ আইপিএল টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচও যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে কলকাতা নাইট রাইডার্সের কী হবে? 

আদৌ কি তারা ফাইনালে উঠতে পারবে? এই বিষয়ে আইপিএল টুর্নামেন্টের নিয়ম বলছে, যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে যে দল লিগ টেবিলে শীর্ষে থাকবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। 

আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।অর্থাৎ আগামী ২১ মে আহমেদাবাদে আয়োজিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যদি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, তাহলে কলকাতা নাইট রাইডার্সের ফাইনালে যাওয়া কেউ আটকাতে পারবে না। 

যদিও, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, নির্ধারিত দিনে অর্থাৎ ২১ তারিখে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে। তবে এই ম্যাচ খেলে হেরে গেলেও দ্বিতীয়বার ফাইনালে যাওয়ার সুযোগ পাবে নাইটরা। 

কারণ, লিগ টেবিল টপার দল ২ টি কোয়ালিফায়ার ম্যাচেই খেলার সুযোগ পায়। তাই কেকেআর দলকে ঘিরে দিন দিন বাড়ছে সম্ভাবনার পারদ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন