Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১ মার্চ, ২০২৩

বাইকের তেলের ট্যাঙ্কি থেকে গয়না উদ্ধার

 

Jewelry-recovery

সমকালীন প্রতিবেদন : ‌মোটর বাইকের তেলের ট্যাঙ্কির ভেতরে করে রূপোর গয়না পাচার করতে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পরে গেল। উদ্ধার হল প্রচুর রূপোর গয়না। গ্রেপ্তার করা হল এক পাচারকারীকে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ঘটনা।

বিএসএফ সূত্রে জানা গেছে, বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া আরশিকারি এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল বছর ২৪ বয়সের এক যুবক। ওই এলাকায় তখন সীমান্ত রক্ষার কাজে নিযুক্ত ছিলেন বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা।

ওই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। এইপর বাইকটিকে থামিয়ে তাতে তল্লাসী চালানো হয়। অবশেষে বাইকের তেলে ট্যাঙ্কির ভেতর থেকে উদ্ধার হয় ৪ কেজি রুপোর গয়না। বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

এই ঘটনার পর বাইকটিকে বাজেয়াপ্ত করেছে বিএসএফ। উদ্ধার হওয়া গয়নাগুলি তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। ধৃত পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফের প্রাথমিক অনুমান, এই গয়নাগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন