সমকালীন প্রতিবেদন : পুলের জলে সাঁতার কেটে বন্ধ থাকা সুইমিং পুল নতুন করে চালু করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাঁতারের মাধ্যমে এলাকার মানুষ যাতে সুস্থ থাকেন তার পাশাপাশি, যারা সাঁতার জানেন না, তাদের সাঁতার শেখানোর উদ্দেশ্যেই এমন উদ্যোগ বলে জানা গেছে।
উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগর এলাকায় পুরসভার একটি নিজস্ব সুইমিং পুল আছে। করোনা পরিস্থিতির কারণে গত দুবছর সেই পুলটি বন্ধ রাখা হয়। এলাকার মানুষের শরীরচর্চার কথা মাথায় রেখে সেই পুলটি নতুন করে চালু করার উদ্যোগ নেয় পুরসভা।
রবিবার তারই উদ্বোধন করলেন বনমন্ত্রী। তিনি জানান, এখানে মহিলাদের জন্য আলাদা সময় রাখা হচ্ছে। সেখানে দেখাশোনার জন্য পুরসভার মহিলা কর্মীরা নিযুক্ত থাকবেন। হাবড়ায় এই ধরনের আরও একটি সুইমিং পুল তৈরির করার পরিকল্পনা রয়েছে মন্ত্রীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন