Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৬ মার্চ, ২০২২

‌মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাস্তা মেরামত করলেন গ্রামবাসীরা

The-villagers-repaired-the-road

শম্পা গুপ্ত : ‌বেহাল রাস্তা দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের যেতে অসুবিধা হবে। আর তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে সেই বেহাল রাস্তা মেরামতির দায়িত্ব নিলেন গ্রামবাসীরা। আর এমনই অভিনব উদ্যোগ নিলেন পুরুলিয়া জেলার ঝালদা ২ নম্বর ব্লকের বামনিয়া ব্যালাডি গ্রাম পঞ্চায়েতের নলকূপি ভালোবাসা গ্রামে।


গ্রামের বাসিন্দা বিজয় গোস্বামী জানান, '‌সোমবার থেকে ছাত্র জীবনের সবথেকে বড়ো পরীক্ষা মাধ্যমিক শুরু হচ্ছে।আমাদের গ্রাম সহ আশপাশের গ্রামের পরীক্ষার্থীরা যে রাস্তা দিয়ে পরীক্ষা দিতে যাবে, সেই রাস্তার হাল খুব খারাপ। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা নিজেরাই রাস্তা মেরামতির কাজ শুরু করেছি।' 


এদিন নলকূপি থেকে পাড়ুয়া যাওয়ার পথে ধমনী জোড়ের পাশে কয়েকশো মিটার বেহাল রাস্তা নলকূপি এবং পাড়ুয়া গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন। এব্যাপারে বামনিয়া ব্যালাডি গ্রাম পঞ্চায়েত সদস্য অজিত মাহাতো জানান, রাস্তাটি এর আগেও সংস্কার করা হয়েছে। কিন্তু নতুন করে খারাপ হয়ে গেছে। সরকারিভাবে রাস্তাটি খুব তাড়াতাড়ি ভালোভাবে সংস্কার হবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন