Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

দিনের টুকিটাকি : ‌৫ ফেব্রুয়ারী, ২০২২

বনগাঁয় সরস্বতী পুজো

গোটা রাজ্যের সঙ্গে বনগাঁতেও বাগদেবীর আরাধনায় মেতে উঠলো বনগাঁ শহর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বনগাঁ থানা সংলগ্ন এলাকায় এবছরও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এর সঙ্গে পথ চলতি সমস্ত মানুষের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। উদ্যোক্তাদের পক্ষে জ্যোতি চক্রবর্তী জানান, মা সরস্বতীর কাছে প্রার্থনা করি, করোনার অতিমারি কাটিয়ে আমরা সবাই যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আগামী বছর আরও বড় করে এই পুজোর আয়োজন করার ইচ্ছে রয়েছে। করোনার ভয়কে উপেক্ষা করে এদিন পথে, শিক্ষা প্রতিষ্ঠানে, পার্কে ভিড় উপচে পরেছিল।



বারাসতে সরস্বতী পুজো

করোনা কালে শিশুরা প্রায় দুবছর ধরে যেতে পারছে না স্কুলে। ফলে সরস্বতী পুজোর আনন্দ থেকেও বঞ্চিত হচ্ছে তারা। যদিও রাজ্য সরকার এ বছর সরস্বতী পুজোর আগে স্কুল খুললেও অভিভাবকরা এখনই তাদের শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। আর শিশুদের সরস্বতী পুজোয় আনন্দে রাখতে বারাসত ফায়ার ব্রিগেড সংলগ্ন রবীন্দ্রপল্লী সমব্যথী আয়োজন করলো সরস্বতী পুজোর। সম্পুর্ন কোভিড বিধি মেনে এলাকার শিশুদের নিয়ে শনিবার তারা এই পুজোর আয়োজন করে। পুজোর পাশাপাশি শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, নাচ, সংগীত, ম্যাজিক শো সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করে। পুজো কমিটির উদ্যোক্তা মৌসুমী গুহ জানান, শিশুদের মুখে একটু হাসি ফোটাতে তাঁদের এই আয়োজন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন