সীমান্ত পরিদর্শন
সীমান্ত রক্ষী বাহিনীর আমন্ত্রনে পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন বনগাঁর বিধায়ক অশোক কির্তনীয়া। শনিবার দুপুরে তাঁরা পেট্রাপোল বন্দরে এসে ভারত–বাংলাদেশের বাণিজ্য পথ ঘুড়ে দেখেন। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, 'পেট্রাপোল সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটেলিয়নের আমন্ত্রণে আজ পেট্রাপোলে এসেছি। বিএসএফ কর্তৃপক্ষ পেট্রাপোল বন্দরের নানা সমস্যার কথা জানালেন। আমরা সেই সমস্যার কথা ভারত সরকারকে জানাবো।' বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার অরুণ কুমার জানান, 'দীপাবলি উৎসব উপলক্ষে জন প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি তাঁদেরকে এখানকার নানা সমস্যার কথা আমরা জানালাম। আশা করি আগামীতে তাঁদের মাধ্যমে সমস্যার সমাধান হবে।'
নেতামন্ত্রীর ভাইফোঁটা
বোলপুরে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও বস্ত্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সকাল থেকে নিজেকে পরিবারের সঙ্গে থাকার জন্য অন্য কোনও কর্মসূচি রাখেননি। শনিবার সকালে দুই বোনের কাছে নিজের বাড়িতেই যেমন ফোঁটা নিয়েছেন, তেমনই পিসতুতো দিদির কাছ থেকেও ফোঁটা নিয়েছেন, আশীর্বাদ পেয়েছেন। সারা বছর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থাকার জন্য সময় দিতে পারেন না অনুব্রত মণ্ডল। কিন্তু ভাইফোঁটার সকালটি কাটিয়েছেন দিদিদের সঙ্গে। কুশল বিনিময় করে নিয়েছেন ফোঁটাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন