রাস উৎসব
শোভাযাত্রার মাধ্যমে রাস পঞ্চমী তিথিতে পুরুলিয়ায় শুরু হল ৭৫ তম রাস মহোৎসবের। পুরুলিয়া ধীবর সমিতির পরিচালনায় প্রতি বছর পুরুলিয়া রাস ময়দানে এই উৎসব অনুষ্ঠিত হয়। ১১ দিন ধরে নানা অনুষ্ঠানের পাশাপাশি রাস উৎসবে পসরা নিয়ে হাজির হন বিভিন্ন প্রান্তের মানুষ। পুরুলিয়া ছাড়াও এই রাস উৎসব দেখতে পার্শ্ববর্তী ঝাড়খন্ড, ওড়িষ্যা, বিহার রাজ্য থেকেও মানুষের ঢল। রাস উৎসব উপলক্ষ্যে পুরুলিয়ার জেলাপাড়া দুর্গা মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। অন্য বছর নাচনি নাচ, ঘোড়া নাচ, বিভিন্ন শিল্পীদের নিয়ে মিছিল হলেও এবছর করোনার কারণে শুধুমাত্র কীর্তন সহযোগে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান রাস্তা চকবাজার, মধ্যবাজার দিয়ে ফের রাস মেলাতে শোভাযাত্রা শেষ হয়। রাস মেলা কমিটির পক্ষে ধীবর সমিতির সদস্যরা বলেন, ১১ দিন ধরে মনসামঙ্গল, ঝুমুর গান, বাউল গান, পুরুলিয়া জেলার মানভূম সঙ্গীত ও লোকগীতি, কবি গানের লড়াইয়ের অনুষ্ঠান রয়েছে এবারও।
কলেজে বিক্ষোভ
উত্তর ২৪ পরগনার বাগদার ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে সঠিকভাবে ক্লাস না হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। দীর্ঘদিন পরে কলেজ খুললেও সঠিকভাবে ক্লাস হচ্ছে না। এই অভিযোগ তুলে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের পক্ষ থেকে শুক্রবার বাগদার হেলেঞ্চার ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, অতি শীঘ্র ক্লাস সঠিকভাবে চালু না হলে তাঁদের আন্দোলন চলবে। তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্য সরকারের নির্দেশে রাজ্য জুড়ে কলেজ খুলে গেলেও এই কলেজে এখনও পর্যন্ত ঠিক করে ক্লাস হচ্ছে না। এব্যাপারে কলেজের অধ্যক্ষের কাছে দুবার ডেপুটেশনও দেওয়া হয়। কিন্তু তারপরেও তিনি কর্ণপাত করছেন না। তাই তারা এদিন অধ্যক্ষের ধরে তালা ঝুলিয়ে ধর্ণায় বসেন। দাবি না মিটলে প্রয়োজনে বড় ধরনের আন্দোলনে নামা হবে বলে জানান তাঁরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন