Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

কবিতা


                        কবিতা 

               সঞ্জয় মুখোপাধ্যায়



* প্রলেতারিয়েত

সমস্ত দিনের শেষে ঘর্মাক্ত বিকেলে

আমি তাকিয়ে থাকি সন্ধ্যা তারার দিকে

আমি ঘামি, আমার ঘামের গন্ধে

শুকতারা দেখায় পথ রক্তাক্ত রাতের শেষে


আমি ঘামি, আমি ঘামাতেও পারি

হাজার হাজার বছর ধরে ইতিহাস গড়ি

গাইতি, শাবল আর কলমে কালিতে

আমি মধ্যরাতে সূর্যের খোঁজ করি


আমি ঘামতে জানি, ঘামতেও জানি কাস্তে

আমি বেঁধে ফেলি তুফান, অশ্বের পায়ে বাঁধন

যেদিকে বলব যেতে যেতে হবে শেষে তোমাকেই

যতই হও তুমি সম্রাট আমিও ক্রুশবিদ্ধ সত্য হে


* একাকার

আমার ছায়ার পথে

মিশে আছে তোমার ইতিহাস

একদিন তুমিও হেঁটেছিলে বৃষ্টি ভেজা রাতে

সেই রাত এখনও তোমার ঠোঁটে লেখা আছে।


তুমি চেষ্টা করেছ, ভেবেছ সব মুছে গেছে

মুছে যায় যেভাবে পর্দার উপর দিয়ে সরে যাওয়া আলোছায়া

সে তো মুহূর্তের খেলা, কিন্তু সব খেলা

শেষ হয় না শেষ হওয়ার পরেও


এখন জাতিস্মর ভেবে নিতে পারো

তোমার আমার জন্য অপেক্ষায় ছিল সারাদিন

দুয়ারে দাঁড় করিয়ে রেখেও আমরা দুজনেই উঠি নি

গাড়ি ছেড়ে চলে গেছে এখন অনেকদূর


তবুও সেখানে একটা আসন আমার পাশেই ছিল

এখনও সেটা আছে , যেভাবে থাকবে আরো কিছুদিন

তারপর হয়ত আর আমিই থাকব না

থাকবে না আমার ছায়া, জলাভূমি, জন্মাবে না কোনো বীজ

থাকবে না তোমার সাথে মিশে যাওয়া সেই পথ।


তবুও তুমি থাকবে

আমার চিতার ভস্মে ছাইচাপা 'তুই' হয়ে।

                                            ————



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন